Image by Stefan Keller from Pixabay 

এই গভীর রাতে
বসে আমি একাকী এই খোলা জানালাতে ,
দুচোখ ক্লান্ত অবসন্ন
একটু একটু করে হচ্ছে তন্দ্রাচ্ছন্ন ,
হৈমন্তিকার হালকা শীতের অনুপম পরশ ,
মন চাইছে তোমার একটু উষ্ণতার পরশ |

তুমি কল্পনায় আমায় করলে পরশ ,
মনে মনে জাগে পুলক
অনুপম এক অমৃত সম হরষ |

কানে কানে তুমি মৃদুস্বরে
কি প্রিয়তম আজ আমায় নিয়ে লিখবে না ,
মন তোমায় বলে ওঠে
তোমায় নিয়ে লিখবো না ,
কি যে বলো না ,
আমার সাধ্যি কি তোমার কথা না লেখার ,
এই অপারগ কলম আমার ,
এ সব তো জাদু তোমার ,
তোমার পরশ তোমার সুধা
সব ই তো প্রিয়ে তোমার ,
আমার সাধ্যি কি থামার ,
যত গান সব ই তোমার
যত সুর সব ই তোমার |

তুমি বলো কানে কানে মোরে ,
ওরে দুষ্টু ওরে
খুব শিখেছো কথার জাদুকরী ,
আমি বলি তোমারে
প্রিয়ে তোমার ওই কাজল চোখে
অপরূপা মায়াবী দুই নয়ন ,
বশ করে রেখেছে মোরে আজীবন |

তোমার ওই দুষ্টুমিষ্টি নয়ন যুগল ,
দেখো মোরে কেমন করেছে পাগল |

ওই তোমার পাগল করা দুষ্টু মিষ্টি হাসি
আজ ও আমি বড্ডো ভালোবাসি ,
বাস্তবে আদৌ সম্ভব নয় ,
তবুও এ মনের কল্পনায়
নানান আপন বাহারী সব আল্পনায়
দেখো কেমন তোমার ই ছবি আঁকি |

মানো আর নাই বা মানো
যেন তুমি ,
আমার কিন্তু একটুও নেই ফাঁকি |

.    .    .

Discus