Photo by Toa Heftiba on Unsplash

নজরুল সাহেব লিখে গেছেন
কেন প্রেম নাহি দিলে প্রাণে ?
ওনার শ্রীচরণে প্রণাম জানিয়ে
এই প্রবীর চক্রবর্তীর মনকলম লিখছে
তুমি তো দিয়েছিলে সব কিছুই

উজাড় করে এই প্রাণে ,
আপন সুধায় মাধুরীতে তব
অপরূপ গানে গানে ,
এ মন তো সব ই জানে ,
আজ ও আছো মোর প্রাণে |

সুরে ও বাণীর মালা দিয়ে
তুমি আমারে বেঁধেছিলে ,
অনুরাগ কুমকুম জুড়ে ছিলে ,
আমারে ছুঁইয়াছিলে ,
প্রেম কি শিখিয়েছিলে ,
দোষ তোমার কিছুই নাহি ছিল ,
মুখে কোনো নাহি বলে
তুমি অভিমানে চলে গেলে |

এই অবেলায় আবার আমায়
তুমি ছুঁয়ে চলে গেলে |

.    .    .

Discus