নবনীতা পরীদের ন্যায়
তোর কাজল চেরা চোখ
তোর নিঃশর্ত বুদ্ধি প্রদান
যেন সেই চাণক্যের শ্লোক
তোর বিশ্বসেরা সেই হাসি
যেন মানবতার মেলবন্ধন
তোর বন্ধুত্বের খুনসুটি
যেন সকল রোগের ভ্যাকসিন
তোর নিস্তব্ধতা
যেন বিশ্বের বৃষ্টির ভ্রুকুটি
তোর বন্ধু হতে পেরে
আজ আমি বেশ খুশি।
. . .