Image by MagicalBrushes from Pixabay
নবনীতা পরীদের ন্যায়
তোর কাজল চেরা চোখ
তোর নিঃশর্ত বুদ্ধি প্রদান
যেন সেই চাণক্যের শ্লোক
তোর বিশ্বসেরা সেই হাসি
যেন মানবতার মেলবন্ধন
তোর বন্ধুত্বের খুনসুটি
যেন সকল রোগের ভ্যাকসিন
তোর নিস্তব্ধতা
যেন বিশ্বের বৃষ্টির ভ্রুকুটি
তোর বন্ধু হতে পেরে
আজ আমি বেশ খুশি।

.    .    .

Discus