Image by Gerd Altmann from Pixabay

আমি যখন দেখেছিলাম তোমায় প্রথম বার
এই মন হয়েগিয়েছিল তোমার,
এই মন চাইলো দেখতে তোমায় আরো একবার
আমি তখন হয়েগিয়েছিলাম তার।

এই মনকে বোঝায় আমি কেমনে
জানপাখি হয়ে নেমেছিল তুমি এই মনে,
আমি তখন শুধু তোমার ভাবনায়
আমার মন তখন আমার আর নয়।

তবে কি হলো সেই শেষকালে
কেনো তুমি গেলে ছেড়ে চলে,
আমার জানপাখি এখন আমার আর নাই
কিন্তু আমি এখনো শুধু তারই অপেক্ষায়।

সেই প্রথম ভালোবাসা আমি কেমনে ভুলি
সেই আমার প্রেমের প্রথম দিনগুলি,
আমার ভালোবাসার দিলে এই তুমি প্রতিদান
তোমার জন্যই শুধু আমার এই মন ভাঙা গান।

.    .    .

Discus