Image by Wikipedia

শ্রীপর্ণা বন্দ্যোপাধ্যায়

রাষ্ট্ররূপে বাংলাদেশের জন্মলগ্ন থেকেই বলা যায় সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধাদের উত্তরাধিকারীদের জন্য ৩০ শতাংশ সংরক্ষণের ব্যবস্থা চালু ছিল। মানুষের অসন্তোষ ও বিক্ষোভের কারণে ২০১৮-তেই এই সংরক্ষণ বাতিল হয়ে যায়। কিন্তু ৫ জুন ২০২৪-এ ঢাকা হাইকোর্ট মুক্তিযোদ্ধা বংশের ৬ জনের করা একটি মামলার ভিত্তিতে মুক্তিযোদ্ধা বংশের জন্য ও অন্যান্য সংরক্ষণ-সহ কোটা ব্যবস্থা পুনর্বহালের পক্ষে রায় দেয়। রায় দেওয়ার পরই শুরু হয়ে যায় সংরক্ষণবিরোধী বা কোটা-বিরোধী আন্দোলন, যার মূল দাবি ছিল, মেধাই হোক সরকারি চাকরিতে যোগ্যতার মাপকাঠি, কোটা নয়। কিন্তু ওদেশের সর্বোচ্চ আদালত হাইকোর্টের রায়ে স্থিতাবস্থা জারি করে সংরক্ষিত আসন সংখ্যায় ধস নামিয়ে মুক্তিযোদ্ধা বংশধরদের জন্য ৫%, জাতিগত সংখ্যালঘুদের জন্য ১% এবং নারী কোটা বাতিল করে শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের জন্য ১% সংরক্ষণ রেখে মেধাভিত্তিক আসন ৯৩% করার সুপারিশ করা সত্ত্বেও দেখা গেল ‘কোটা-বিরোধী’ আন্দোলন ক্রমশ হিংস্র, উন্মত্ত ও স্পষ্টত হাসিনা সরকারবিরোধী হয়ে উঠল।

শেখ হাসিনা ও তাঁর আওয়ামি লীগ সরকার বিদ্রোহ দমনে রীতিমতো কঠোরতা দেখালে ছাত্ররা আরও ক্ষিপ্ত হয়ে ক্রমশ পুলিশ প্রশাসন ও আওয়ামি লীগ সদস্যদের ওপর আক্রমণ শানায়। ফলত ক্রমশ কোটা আন্দোলন রূপ নিল দেশের সরকার ও প্রশাসনের সঙ্গে সার্বিক অসহযোগিতার।

“বৈষম্যবিরোধী” আন্দোলনকারীরা ক্রমশ নিজেদের দাবির বিষয় ও সংখ্যা বদলাতে থাকে। বৈষম্যবিরোধী আন্দোলন তার চূড়ান্ত পর্যায়ে নয় দফা দাবিতে ৩ আগস্ট সারাদেশে বিক্ষোভ মিছিল ও ৪ আগস্ট থেকে সারাদেশে অনির্দিষ্টকালের জন্য সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দেয়।[134] অসহযোগ কর্মসূচীস্বরূপ বেশকিছু নির্দেশিকা ঘোষিত হয়।[135] যেমন—

১. কোনো কর বা শুল্ক প্রদান করা হবে না।

২. বিদ্যুৎ, গ্যাস, পানি বিলসহ কোনো বিল পরিশোধ করা হবে না।

৩. সমস্ত সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান, অফিস, আদালত ও কারখানা বন্ধ থাকবে। কেউ কাজে যাবে না। পোশাক শ্রমিকরাও কাজে যাবে না।

৪. সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।

৫. ব্যাংক বন্ধ থাকবে। শুধুমাত্র ব্যক্তিগত জরুরি লেনদেনের জন্য প্রতি রবিবার খোলা থাকবে। প্রবাসীরা ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে কোনো রেমিট্যান্স পাঠাবে না।

৬. সকল সরকারি সভা, সেমিনার ও অনুষ্ঠান বর্জন করা হবে।

৭. বন্দরকর্মীরা কাজে যাবে না; কোনো পণ্য প্রক্রিয়াজাত করা হবে না।

৮. সব গণপরিবহন বন্ধ থাকবে।

৯. বিলাসবহুল দোকান, হোটেল, রেস্তোরাঁ বন্ধ থাকবে। তবে হাসপাতাল, ফার্মেসি, ঔষধ ও চিকিৎসা সরঞ্জাম, অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, গণমাধ্যম, নিত্যপ্রয়োজনীয় পণ্য, ইন্টারনেট পরিষেবা, জরুরি ত্রাণ এবং সংশ্লিষ্ট কর্মীদের পরিবহন চালু থাকবে। মুদি দোকান সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত খোলা থাকবে।

১০. পুলিশ শুধুমাত্র স্টেশনে রুটিন কাজ করবে; প্রোটোকল, দাঙ্গা বা বিশেষ দায়িত্ব পালন করবে না।

১১. কোনো অফশোর লেনদেন হবে না, যাতে টাকা পাচার হতে না পারে।

১২. সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি) এবং নৌবাহিনী ব্যতীত অন্য বাহিনী ক্যান্টনমেন্টের বাইরে কোনো কাজ করবে না। বিজিবি ও নৌবাহিনী যথাক্রমে ব্যারাক ও উপকূলীয় এলাকায় অবস্থান করবে।

১৩. আমলা, জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তারা সচিবালয়ে বা তাঁদের সংশ্লিষ্ট অফিসে যাবেন না।

৩ আগস্ট অসহযোগ ঘোষিত হওয়ার দিনই বিকেলে “বৈষম্য বিরোধী আন্দোলন”-এর সমন্বয়করা একমাত্র দাবি হিসাবে শেখ হাসিনা ও তাঁর মন্ত্রীসভার সার্বিক পদত্যাগ চায়। ছাত্র ও নাগরিকদের সমাবেশে শহীদ মিনারে বিকেল সাড়ে পাঁচটা নাগাদ আন্দোলনের সমন্বয়ক মোহম্মদ নাহিদ ইসলাম ঘোষণা করে এই ‘এক দফা’ দাবি: "It's now one point"[135][137]

বিক্ষুব্ধরা প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে স্লোগান দিতে দিতে রাজশাহী ইঞ্জিনিয়ারিং কলেজ বিশ্ববিদ্যালয়ের (Rajshahi University of Engineering and Technology (RUET) দিকে মিছিল করে যায়।[138] হাসিনা ও তাঁর মন্ত্রীসভার পদত্যাগের দাবিতে আইন অমান্যের জেরে তুমুল হিংসা ছড়ায়, যার ফলে ছাত্রছাত্রী-সহ ৯৭ জন প্রাণ হারায়।[139]

৪ আগস্ট সকালে হাজার হাজার বিক্ষোভকারী শাহবাগ মোড়ে জড়ো হয়ে সরকার পতনের দাবিতে অসহযোগ আন্দোলনের অংশ হিসেবে রাস্তা অবরোধ করে।[140] এর ফলে শতাধিক হতাহত হয়।[181] বিক্ষোভকারীরা শেখ হাসিনার পদত্যাগের দাবিতে দেশব্যাপী কারফিউ উপেক্ষা করে ঢাকা অভিমুখে লম্বা পদযাত্রার (“Long March to Dhaka”) আহ্বান জানায়।[142] সেই বিশাল মিছিল হাসিনার বাসভবন “গণভবন” লক্ষ্য করে এগিয়ে আসতে থাকলে সেনাবাহিনীর চাপের মুখে শেখ হাসিনা ৫ তারিখে পদত্যাগ করে তাঁর বোন রেহানাকে নিয়ে ভারতে পালিয়ে আসেন।

হাসিনার দেশত্যাগ ও ভারতে আশ্রয় লাভ

কিন্তু বাকি লীগ নেতারা গ্রেফতার

জানা যায়, ৪ আগস্ট নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে হাসিনা আন্দোলনকারীদের "সন্ত্রাসী" হিসেবে উল্লেখ করে তাদের ওপর বলপ্রয়োগের দ্বারা ক্ষমতায় থাকার ওপর জোর দিয়েছিলেন। কিন্তু সামরিক নেতারা তাকে সতর্ক করেছিলেন যে, তাতে গৃহযুদ্ধ বাধতে পারে। পরের দিন, ৫ আগস্ট, নিরাপত্তা আধিকারিকরা জানিয়ে দেয় যে প্রধানমন্ত্রীর নিরাপত্তা আর নিশ্চিত করা সম্ভব নয়, কারণ আন্দোলনকারীরা দ্রুত গণভবনের দিকে এগিয়ে আসছে। পুলিশ আধিকারিকরাও জানায় যে তাদের গুলি শেষ হয়ে আসছে। অগত্যা শেখ হাসিনা তাঁর ঘনিষ্ঠ আত্মীয়দের সাথে পরামর্শ করে পদত্যাগ করতে রাজি হন। তিনি একটি বক্তব্য রেকর্ড করতে চেয়েছিলেন, তবে সেই সুযোগ তিনি পাননি।

৫ আগস্ট ২০২৪ তারিখে বিকেল ৩টার দিকে শেখ হাসিনা পদত্যাগ করে সামরিক হেলিকপ্টারে করে তার বোন শেখ রেহানাকে সাথে নিয়ে ভারত পালিয়ে আসেন। দিল্লির কাছে হিন্দান বিমান ঘাঁটিতে অবতরণের পর তাঁকে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল স্বাগত জানান। পররাষ্ট্র মন্ত্রী এস. জয়শঙ্কর তাঁর দিল্লিতে পৌঁছানোর ব্যবস্থা করেন। ব্যবস্থা করা হয় ভারতে গোপন ডেরায় কঠোর নিরাপত্তার মধ্যে তাঁর স্বাচ্ছন্দ্যে বসবাসের।

বিদ্রোহীদের গণভবন দখল

শেখ হাসিনার দেশত্যাগের কিছুক্ষণ পর, বিকেল ৩টার দিকে, আন্দোলনকারীরা গণভবনের গেট ভেঙে ভেতরে প্রবেশ করে লুটপাট চালায় ও বহু সামগ্রী ধ্বংসও করে। অফিসের ফাইল তছনছ করে। শেখ হাসিনার বিছানা ও চেয়ারে বসে সেলফিও তোলে। অনেকেই সেখানে খাওয়া-দাওয়া করে ও জীবন্ত পশু চুরি করে। আবার কেউ কেউ তার বিলাসবহুল ডিওরের স্যুটকেস ও শাড়ি নিয়ে যায়। আবার লিখিত সূত্রে উল্লেখ না থাকলেও আমরা সামাজিক মাধ্যমে ভেসে আসা ভিডিওয় দেখেছি যে বৈষম্যবিরোধী প্রতিবাদীরা মাতৃতুল্য প্রধানমন্ত্রীর অন্তর্বাস নিয়ে ইতর উল্লাস করতেও ছাড়েনি।

আওয়ামী লীগ নেতাদের গ্রেপ্তার

শেখ হাসিনার পাশাপাশি আওয়ামী লীগের অনেক নেতাও দেশ ছাড়ার চেষ্টা করেন। যেমন প্রাক্তন পররাষ্ট্র মন্ত্রী হাসান মাহমুদ, ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জুনেইদ আহমেদ পলক, এনটিএমসি মহাপরিচালক জিয়াউল আহসান প্রমুখ। তাঁরা ৬ আগস্ট শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রেপ্তার হন। ৭ আগস্ট আরও দুই দেশত্যাগে উদ্যত আওয়ামী লীগ নেতা দর্শনা সীমান্তে ধরা পড়েন। ১৩ আগস্ট, সালমান এফ রহমান ও আনিসুল হক সদরঘাট থেকে পালানোর চেষ্টা করার সময় নৌকায় ধরা পড়েন।

১৪ আগস্ট, বরগুনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবিরকে গ্রেপ্তার করা হয় উসকানি ও ষড়যন্ত্রের অভিযোগ এনে, যার ভিত্তি সামাজিক মাধ্যমে প্রকাশিত ভারতে পালিয়ে আসা শেখ হাসিনার সঙ্গে তাঁর একটি ফোন কলের রেকর্ডিং। ১৬ আগস্ট, প্রাক্তন পানিসম্পদ মন্ত্রী রমেশ চন্দ্র সেন ঠাকুরগাঁও সদরে তাঁর বাড়ি থেকে গ্রেপ্তার হন। ১৯ আগস্ট, সমাজকল্যাণ মন্ত্রী দীপু মনি বারিধারা থেকে গ্রেপ্তার হন। ২৪ আগস্ট, বাংলাদেশ ছাত্রলীগের প্রাক্তন সাধারণ সম্পাদক ইসহাক আলি খান পন্না বাংলাদেশ থেকে পালানোর জন্য ভারতের মেঘালয় রাজ্যের একটি পাহাড়ে ওঠার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।

অন্তর্বর্তীকালীন সরকার শেখ হাসিনা ও তাঁর মন্ত্রিসভার সদস্যদের কূটনৈতিক পাসপোর্ট বাতিলের নির্দেশ দেয়। দেশব্যাপী অনেক স্থানীয় কর্মকর্তারাও শেখ হাসিনার পতনের পর তাদের পদ থেকে সরে দাঁড়ায়। ২৯ আগস্ট, অন্তর্বর্তীকালীন সরকার একটি অধ্যাদেশ জারি করে মুজিবর রহমানের পরিবার, বিশেষ করে শেখ হাসিনাকে বিশেষ সুবিধা প্রদানকারী ২০০৯ সালের একটি আইন বাতিল করে।

মেধার ভিত্তিতে চাকরির সুযোগ সীমিত হচ্ছে আশঙ্কায় এবং সরকারের বেপরোয়া দমনমূলক প্রতিক্রিয়ায় ছাত্ররা খেপে ছিল। স্লোগান ওঠে “কোটা একটি ভিক্ষা; মুক্তি পাক শিক্ষা”। সেইসঙ্গে সরকার পরিবর্তনের কোনো গণতান্ত্রিক পথ নেই দেখে জনসাধারণের একাংশ যেনতেন প্রকারে হাসিনাকে ক্ষমতাচ্যুত করতে মরিয়া হয়ে ওঠে। মন্দের ভালো যাও বা গণতান্ত্রিক মুখোশ পরা সরকার ছিল, হাসিনার পদচ্যুতির পর সেই মুখোশও খসে গিয়ে আন্দোলনের নেপথ্যে থাকা সন্ত্রাসী শক্তিগুলো আত্মপ্রকাশ করল। শুরু হল হিন্দুদের ধনেপ্রাণে মারার জন্য সুতীব্র

ঙ হাসিনার দেশত্যাগ ও ভারতে আশ্রয় লাভ কিন্তু বাকি লীগ নেতারা গ্রেফতার

জানা যায়, ৪ আগস্ট নিরাপত্তা কর্মকর্তাদের সাথে এক বৈঠকে হাসিনা আন্দোলনকারীদের "সন্ত্রাসী" হিসেবে উল্লেখ করে তাদের ওপর বলপ্রয়োগের মাধ্যমে ক্ষমতায় থাকার ওপর জোর দিয়েছিলেন। কিন্তু সামরিক নেতারা তাকে সতর্ক করেছিলেন যে, তাতে গৃহযুদ্ধ বাধতে পারে। পরের দিন ৫ আগস্ট নিরাপত্তা আধিকারিকরা জানিয়ে দেয়, প্রধানমন্ত্রীর নিরাপত্তা আর নিশ্চিত করা সম্ভব নয়, কারণ আন্দোলনকারীরা দ্রুত গণভবনের দিকে এগিয়ে আসছে। পুলিশ আধিকারিকরাও জানায়, তাদের গুলি শেষ হয়ে আসছে। অগত্যা শেখ হাসিনা তাঁর ঘনিষ্ঠ আত্মীয়দের সাথে পরামর্শ করে পদত্যাগ করতে রাজি হন। একটি বক্তব্য রেকর্ড করতে চেয়েছিলেন, তবে সেই সুযোগ তিনি পাননি।

৫ আগস্ট ২০২৪ তারিখে বিকেল ৩টার দিকে শেখ হাসিনা পদত্যাগ করে সামরিক হেলিকপ্টারে করে তাঁর বোন শেখ রেহানাকে সাথে নিয়ে ভারত পালিয়ে আসেন। দিল্লির কাছে হিন্দান বিমান ঘাঁটিতে অবতরণের পর তাঁকে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল স্বাগত জানান। পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর তাঁর দিল্লিতে পৌঁছানোর ব্যবস্থা করেন। ব্যবস্থা করা হয় ভারতে গোপন ডেরায় কঠোর নিরাপত্তার মধ্যে তাঁর স্বাচ্ছন্দ্যে বসবাসের।

বিদ্রোহীদের গণভবন দখল

শেখ হাসিনার দেশত্যাগের কিছুক্ষণ পর, বিকেল ৩টার দিকে, আন্দোলনকারীরা গণভবনের গেট ভেঙে ভেতরে প্রবেশ করে লুটপাট চালায় ও বহু সামগ্রী ধ্বংসও করে। অফিসের ফাইল তছনছ করে। শেখ হাসিনার বিছানা ও চেয়ারে বসে সেলফিও তোলে। অনেকেই সেখানে খাওয়া-দাওয়া করে ও জীবন্ত পশু চুরি করে। আবার কেউ কেউ তাঁর বিলাসবহুল ডিওরের স্যুটকেস ও শাড়ি নিয়ে যায়। আবার লিখিত সূত্রে উল্লেখ না থাকলেও আমরা সামাজিক মাধ্যমে ভেসে আসা ভিডিওয় দেখেছি বৈষম্যবিরোধী প্রতিবাদীরা মাতৃতুল্য প্রধানমন্ত্রীর অন্তর্বাস নিয়ে ইতর উল্লাস করতেও ছাড়েনি।

আওয়ামী লীগ নেতাদের গ্রেপ্তার

শেখ হাসিনার পাশাপাশি আওয়ামী লীগের অনেক নেতাও দেশ ছাড়ার চেষ্টা করেন। যেমন প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, এনটিএমসি মহাপরিচালক জিয়াউল আহসান প্রমুখ। তাঁরা ৬ আগস্ট শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রেপ্তার হন। ৭ আগস্ট আরও দুই দেশত্যাগে উদ্যত আওয়ামী লীগ নেতা দর্শনা সীমান্তে ধরা পড়েন। ১৩ আগস্ট, সালমান এফ রহমান ও আনিসুল হক সদরঘাট থেকে পালানোর চেষ্টা করার সময় নৌকায় ধরা পড়েন।

১৪ আগস্ট, বরগুনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবিরকে গ্রেপ্তার করা হয় উসকানি ও ষড়যন্ত্রের অভিযোগ এনে, যার ভিত্তি সামাজিক মাধ্যমে প্রকাশিত ভারতে পালিয়ে আসা শেখ হাসিনার সঙ্গে তাঁর একটি ফোন কলের রেকর্ডিং। ১৬ আগস্ট, প্রাক্তন পানিসম্পদ মন্ত্রী রমেশ চন্দ্র সেন ঠাকুরগাঁও সদরে তাঁর বাড়ি থেকে গ্রেপ্তার হন। ১৯ আগস্ট, সমাজকল্যাণ মন্ত্রী দীপু মনি বারিধারা থেকে গ্রেপ্তার হন। ২৪ আগস্ট, বাংলাদেশ ছাত্রলীগের প্রাক্তন সাধারণ সম্পাদক ইসহাক আলি খান পন্না বাংলাদেশ থেকে পালানোর জন্য ভারতের মেঘালয় রাজ্যের একটি পাহাড়ে ওঠার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।

অন্তর্বর্তীকালীন সরকার শেখ হাসিনা ও তাঁর মন্ত্রিসভার সদস্যদের কূটনৈতিক পাসপোর্ট বাতিলের নির্দেশ দেয়। দেশব্যাপী অনেক স্থানীয় কর্মকর্তারাও শেখ হাসিনার পতনের পর তাঁদের পদ থেকে সরে দাঁড়ান। ২৯ আগস্ট, অন্তর্বর্তীকালীন সরকার একটি অধ্যাদেশ জারি করে মুজিবর রহমানের পরিবার, বিশেষ করে শেখ হাসিনাকে বিশেষ সুবিধা প্রদানকারী ২০০৯ সালের একটি আইন বাতিল করে।

মেধার ভিত্তিতে চাকরির সুযোগ সীমিত হওয়ার আশঙ্কায় এবং সরকারের বেপরোয়া দমনমূলক প্রতিক্রিয়ায় ছাত্ররা খেপে ছিল। স্লোগান ওঠে “কোটা একটি ভিক্ষা; মুক্তি পাক শিক্ষা”। সেই সঙ্গে সরকার পরিবর্তনের কোনো গণতান্ত্রিক পথ নেই দেখে জনসাধারণের একাংশ.

.    .    .

 তথ্যসূত্র:

1. Nalin Kumar Mohapatra, IST How Bangladesh crisis resembles closely with West-orchestrated Colour Revolution. Firstpost. August 12, 2024, 17:30:02

2. "বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ শনিবার, রোববার থেকে সর্বাত্মক অসহযোগের ডাক"। দৈনিক প্রথম আলো। ২০২৪-০৮-০৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৪-০৮-০৩।

3. "সর্বাত্মক অসহযোগ আন্দোলন শুরু"। Manab Zamin. 4 August 2024. Retrieved 16 August 2024.

4. "It's now one point". Daily Manab Zamin. Archived from the original on 3 August 2024. Retrieved 3 August 2024.

5. "One Point Demand announced from Central Shaheed Minar". Bonik Barta. Archived from the original on 3 August 2024. Retrieved 3 August 2024.

6. "প্রধানমন্ত্রীর পদত্যাগ চেয়ে রাজশাহীতে মিছিল"। BBC Bangla (in Bengali). 3 August 2024. Archived from the original on 3 August 2024. Retrieved 3 August 2024.

7. "Non-cooperation movement At least 97 die across country on a day of carnage". Prothom Alo. 4 August 2024. Retrieved 4 August 2024.

8. "Thousands of protesters demonstrate at Shahbagh for one-point demand". The Daily Star. 4 August 2024. Archived from the original on 4 August 2024. Retrieved 4 August 2024.

9. "Non-cooperation movement At least 97 die across country on a day of carnage". Prothom Alo. 4 August 2024. Retrieved 4 August 2024.

10. "Bangladesh protesters call for the march to Dhaka in defiance of curfew". The Straits Times. 5 August 2024. Archived from the original on 6 August 2024. Retrieved 5 August 2024.

11. "Sheikh Hasina's final hours as a hated autocrat". BBC. 7 August 2024. Archived from the original on 6 August 2024. Retrieved 7 August 2024.

12. Tipu, Sultan (6 August 2024). "Sheikh Hasina wanted to remain in power by force till the very last moment". Prothom Alo. Archived from the original on 8 August 2024. Retrieved 12 August 2024.

13. "Sheikh Hasina has left Gono Bhaban for 'safer place'". The Daily Star. 5 August 2024. Archived from the original on 5 August 2024. Retrieved 5 August 2024.

14. "Bangladesh PM Sheikh Hasina has resigned and left the country, media reports say". South China Morning Post. 5 August 2024. Retrieved 5 August 2024.

15. "Bangladesh PM Sheikh Hasina resigns and flees country as protesters storm palace". BBC News. Archived from the original on 5 August 2024. Retrieved 5 August 2024.

16. "Bangladesh PM Sheikh Hasina resigns and flees country as protesters storm palace". BBC News. Archived from the original on 5 August 2024. Retrieved 5 August 2024.

17. "Bangladesh PM Sheikh Hasina has resigned and left the country, media reports say". Reuters. 5 August 2024. Archived from the original on 6 August 2024. Retrieved 5 August 2024.

18. "Protesters storm Bangladesh PM Hasina's palace amid reports she has resigned and fled". The Straits Times. 5 August 2024. Archived from the original on 5 August 2024. Retrieved 5 August 2024.

19. "Hasina moved to secure location in India". Dhaka Tribune. 6 August 2024. Retrieved 6 August 2024.

20. "NSA Ajit Doval meets former Bangladesh PM Sheikh Hasina at Hindon Airbase". Business Today. 5 August 2024. Archived from the original on 5 August 2024. Retrieved 5 August 2024.

21. "Hasina moved to secure location in India". Dhaka Tribune. 6 August 2024. Retrieved 6 August 2024.

22. "Protesters enter Gono Bhaban premises". The Daily Star. 5 August 2024. Archived from the original on 5 August 2024. Retrieved 5 August 2024.

23. "Watch: Mobs storm Bangladesh Parliament and smoke inside after raiding PM's home as Sheikh Hasina lands in India". CNBCTV18. 5 August 2024. Archived from the original on 5 August 2024. Retrieved 5 August 2024.

24. "Bangladesh PM Sheikh Hasina's home looted: Watch protesters steal rugs, utensils, take selfies on bed and PM's chair". The Economic Times. 5 August 2024. ISSN 0013-0389. Archived from the original on 5 August 2024. Retrieved 5 August 2024.

25. "Hens, rabbits, fish, sarees... what protesters took after storming Sheikh Hasina's house". Firstpost. 6 August 2024. Archived from the original on 6 August 2024. Retrieved 6 August 2024.

26. "Bangladeshi protesters ransack Sheikh Hasina's residence, take away chicken, goats and ducks". [www.millenniumpost.in](http://www.millenniumpost.in). 6 August 2024. Archived from the original on 6 August 2024. Retrieved 6 August 2024.

27. "Videos: Protester poses on Sheikh Hasina's bed, others with Dior suitcase, saree". India Today. 5 August 2024. Archived from the original on 5 August 2024. Retrieved 5 August 2024.

28. "Palak detained at Dhaka airport while attempting to flee to Delhi". Dhaka Tribune. 6 August 2024. Retrieved 6 August 2024.

29. "Hasan Mahmud detained at Dhaka airport". Dhaka Tribune. 6 August 2024. Retrieved 6 August 2024.

30. "Sacked Bangladeshi intelligence chief 'arrested' at Dhaka Airport". The Express Tribune. 7 August 2024. Archived from the original on 7 August 2024. Retrieved 7 August 2024.

31. "Two Awami League leaders detained at border while attempting to flee". 8 August 2024. Archived from the original on 14 August 2024. Retrieved 10 August 2024.

32. "Salman F Rahman, Anisul Huq arrested in Dhaka". Dhaka Tribune. 13 August 2024.

33. "Barguna Awami League leader held after viral phone call with Hasina". Dhaka Tribune. 14 August 2024.

34. "Police detain former water resources minister Ramesh Chandra Sen". Dhaka Tribune. 17 August 2024.

35. "Dipu Moni detained". Dhaka Tribune. 15 August 2024. Retrieved 16 August 2024.

36. "Govt decides to repeal law for protecting family members of Bangabandhu". Dhaka Tribune. 29 August 2024. Retrieved 29 August 2024.

37. "Govt to revoke diplomatic passports". Dhaka Tribune. 21 August 2024. Retrieved 22 August 2024.

38. "After Prime Minister Resigns, Bangladesh Army Intends to Form Transitional Government". Al Araby (TV channel).

39. "Govt decides to repeal law for protecting family members of Bangabandhu". Dhaka Tribune. 29 August 2024. Retrieved 29 August 2024.

40. "Meet Army Chief Waker-uz-Zaman who just took over after Sheikh Hasina's flight". The Economic Times. Archived from the original on 5 August 2024. Retrieved 5 August 2024.

41. "Who will run Bangladesh's interim govt? I'm taking full responsibility, says army chief". Firstpost. 5 August 2024. Archived from the original on 5 August 2024. Retrieved 5 August 2024.

42. "Euphoria in Bangladesh after PM Sheikh Hasina flees country". BBC. Archived from the original on 5 August 2024. Retrieved 6 August 2024.

43. "Bangladesh president orders release of ex-PM Khaleda Zia". Al Jazeera. Archived from the original on 7 August 2024. Retrieved 6 August 2024.

44. "Bangladesh parliament dissolved, president's office says". Al Arabiya. Archived from the original on 6 August 2024. Retrieved 6 August 2024.

45. "Meet Muhammad Yunus, Nobel Prize winner, who can become new leader of Bangladesh after..." DNA India. Archived from the original on 5 August 2024. Retrieved 5 August 2024.

46. "Bangladesh protesters want Nobel laureate Muhammad Yunus to lead government". Al Jazeera. Archived from the original on 6 August 2024. Retrieved 6 August 2024.

47. "Bangladeshi PM Sheikh Hasina resigns as widening unrest sees protesters storm her official residence". Associated Press. 5 August 2024. Archived from the original on 5 August 2024. Retrieved 5 August 2024.

48. "Bangladesh's president dissolves Parliament, clearing the way for elections to replace ousted leader". Associated Press. 6 August 2024. Archived from the original on 6 August 2024. Retrieved 6 August 2024.

49. "Md Mainul Islam appointed IGP". Dhaka Tribune. Retrieved 7 August 2024.

50. "Nobel laureate Muhammad Yunus to lead Bangladesh interim government". Al Jazeera. Retrieved 7 August 2024.

51. "Nobel laureate Yunus arrives in Bangladesh to take over as interim leader". Associated Press. 8 August 2024. Archived from the original on 8 August 2024. Retrieved 8 August 2024.

52. "Bangladesh's interim government led by Nobel Laureate Yunus to be sworn in on Thursday". France 24. 7 August 2024. Retrieved 7 August 2024.

53. "Yunus sworn in as interim Bangladesh leader". BBC. Archived from the original on 8 August 2024. Retrieved 8 August 2024.

54. "Bangladesh's Hasina Headed to London After Fleeing Country". Bloomberg.com. 5 August 2024. Archived from the original on 7 August 2024. Retrieved 5 August 2024.

55. "Who is Sheikh Rehana Siddiq? Bangladesh Ex-PM Sheikh Hasina's Sister Has A British Labour Party Connection". News18. 5 August 2024. Archived from the original on 5 August 2024. Retrieved 5 August 2024.

56. "Ousted Bangladesh PM Sheikh Hasina arrives in India, may flee abroad; Army announces interim govt takeover". India Express. 6 August 2024. Retrieved 18 October 2024. [https://www.newindianexpress.com/world/2024/Aug/05/ousted-bangladesh-pm-sheikh-hasina-arrives-in-india-may-flee-abroad-army-announces-interim-govt-takeover](https://www.newindianexpress.com/world/2024/Aug/05/ousted-bangladesh-pm-sheikh-hasina-arrives-in-india-may-flee-abroad-army-announces-interim-govt-takeover) - :\~:text=Earlier%20today%2C%20Hasina%20resigned%20and%20fled%20to%20India,as%20the%20WHO%27s%20regional%20director%20for%20Southeast%20Asia.

57. "NSA Ajit Doval meets former Bangladesh PM Sheikh Hasina at Hindon Airbase". Business Today. 5 August 2024. Archived from the original on 5 August 2024. Retrieved 5 August 2024.

58. "Bangladesh parliament dissolved after PM flees country". BBC. 6 August 2024. Archived from the original on 7 August 2024. Retrieved 6 August 2024.

59. "Hasina moved to secure location in India". Dhaka Tribune. 6 August 2024. Retrieved 6 August 2024.

60. "আওয়ামী লীগের ধানমণ্ডি ও ঢাকা জেলা কার্যালয়ে আগুন"। এনটিভি। ৫ আগস্ট ২০২৪।

61. "শেখ হাসিনার ধানমন্ডি কার্যালয়ে অগ্নিসংযোগ, ছাত্র-জনতার উল্লাস"।

62. "প্রধান বিচারপতির বাসভবন ভাঙচুর"। আরটিভি। সংগ্রহের তারিখ ২০২৪-০৮-০৬।

63. "আসাদুজ্জামান খান কামালের ধানমন্ডির বাসায় ভাঙচুর"। দৈনিক জনকণ্ঠ। ৫ আগস্ট ২০২৪।

64. "শেখ হাসিনার পদত্যাগ: ২০ থানাসহ পুলিশ সদর দপ্তরে হামলা, ভাঙচুর"। প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০২৪-০৮-০৬।

65. "পুলিশ সদর দপ্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে আগুন"। ইনকিলাব। ০৫ আগস্ট ২০২৪। সংগ্রহের তারিখ ১৪-০৯-২০২৪।

66. "গুলশানে শেখ রেহানার বাসায় আগুন, মালামাল লুট"। দৈনিক ইনকিলাব। ০৬ আগস্ট ২০২৪।

67. "সালমান এফ রহমানের বাসায় হামলা, দুই গাড়িতে আগুন"। দৈনিক ইনকিলাব। ০৬ আগস্ট ২০২৪। [https://dailyinqilab.com/national/news/675715](https://dailyinqilab.com/national/news/675715)

68. Stambaugh, Alex; Suri, Manveena; Liakos, Chris (2024-07-21). "Bangladesh's top court rolls back most government job quotas after violent protests". CNN. Retrieved 2024-07-22.

69. Hasnat, Saif; Nauman, Qasim (7 August 2024). "Hindus in Bangladesh Face Attacks After Prime Minister's Exit". The New York Times. ISSN 0362-4331. Archived from the original on 8 August 2024. Retrieved 9 August 2024.

70. "Mob torches folk singer Rahul Ananda's home as Bangladesh Hindus say they are under attack". Shweta Sharma. The Independent. Archived from the original on 14 August 2024. Retrieved 7 August 2024.

71. "Bangladesh Hindus targeted in attacks after fall of PM". George Johnson. The Daily Telegraph. Archived from the original on 10 August 2024. Retrieved 10 August 2024.

72. "রাস্তায় ৭ ঘণ্টা পড়েছিল কাউন্সিলর হারাধনের লাশ"। The Daily Ittefaq. Retrieved 5 August 2024.

73. "Hundreds protest in Dhaka over violence against Hindus in Bangladesh". Reuters. Retrieved 9 August 2024.

74. "Minorities' houses, worship places under attack at various places". Prothom Alo. 7 August 2024. Archived from the original on 9 August 2024. Retrieved 9 August 2024. Including, [https://en.wikipedia.org/wiki/Non-cooperation\_movement\_(2024)](https://en.wikipedia.org/wiki/Non-cooperation_movement_%282024%29) - cite\_note-:4-148 Bagerhat, Jessore, Noakhali District, Dhamrai, Kuakata, Natore, Meherpur, Dinajpur, Chandpur, Shariatpur, Khulna District, Dhanmondi, Barisal, Thakurgaon.

75. Mahmud, Faisal; Sarker, Saqib. "'Islamophobic, alarmist': How some India outlets covered Bangladesh crisis". Al Jazeera. Retrieved 9 August 2024.

76. Paul, Ruma; Das, Krishna M. (6 August 2024). "Hindu homes, temples targeted in Bangladesh after Hasina ouster, minority group says". Reuters.

77. "Students, other Muslims protect temples, churches amid Bangladesh unrest". Al Jazeera. Archived from the original on 7 August 2024. Retrieved 8 August 2024.

78. "Hindus in Bangladesh try to flee to India amid violence". Reuters. 08 August 2024. Retrieved 11 August 2024.

79. "Attacks and online misinformation frighten Bangladeshi Hindus". France 24. 11 August 2024. Archived from the original on 11 August 2024. Retrieved 11 August 2024.

80. "Ahmadiyas face attacks in Bangladesh". New Age. 6 August 2024.

81. Rahman, Anisur (16 September 2024). "Bangladesh's Sufi groups celebrate birth anniversary of Prophet amid tight security". The Print. Retrieved 19 September 2024.

82. "দেশের বিভিন্ন জায়গায় মাজার ভাঙ্গার ঘটনাগুলো কেন ঘটছে? কারা ঘটাচ্ছে?"। BBC News Bangla. 7 September 2024. Archived from the original on 14 September 2024. Retrieved 14 September 2024.

83. "মাজার খুঁড়ে দেহাবশেষ নিল হামলাকারীরা"। Kalerkantho Bangla. 10 September 2024. Archived from the original on 14 September 2024. Retrieved 14 September 2024.

84. হোসেন, আনোয়ার (26 August 2024). "'হামরা কি এ দ্যাশের নাগরিক না? বিচার পাব না?'"। Prothom Alo (in Bengali). Retrieved 19 September 2024.

85. "Bangladesh: Hundreds of Chakma community houses torched by settlers". The Economic Times. Retrieved 19 September 2024.

86. "বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন নিয়ে ভারতের কিছু গণমাধ্যম কি আতঙ্ক ছড়াচ্ছে"। প্রথম আলো। ৬ আগস্ট ২০২৪। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০২৪।

87. "সম্প্রীতির বাংলাদেশযেনতেন প্রকারে হাসিনাকে ক্ষমতাচ্যুত করতে মরিয়া ওঠে। মন্দের ভালো যাও বা গণতান্ত্রিক মুখোশ পরা সরকার ছিল, হাসিনার পদচ্যুতির পর সেই মুখোশও খসে গিয়ে আন্দোলনের নেপথ্যে থাকা সন্ত্রাসী শক্তিগুলো আত্মপ্রকাশ করল। শুরু হলো হিন্দুদের ধনেপ্রাণে মারার জন্য সুতীব্র হামলা।

Discus