সকলে বেশ সুন্দর ভাবে বিজয়া পালন করছেন।বিভিন্ন ভাবে তাদের শুভেচ্ছা একে অপর কে জ্ঞাপন করছেন।তবে আমি কিন্তু বিজয়ার দিন এলে নিজকে লুকাতে চাই।
ছোট বেলায় কাটিয়েছি একটা বেশ বড় সড় বাড়িতে,যেখানে আমার সকল দাদু-ঠাকুমারা সবাই সপরিবারে একসাথে থাকতাম।সেদিন আমাদের আজকের মত আলাদা ঘর ছিল না এক এক টা ঘরে বেশ কয়েকজন করে থাকতাম তবে ছিল প্রচুর একাত্মতা আর উত্তর কোলকাতার বেশকিছু মুল্যবোধকে স্বপ্ন করে বড় হয়ে ওঠা।এমনি বাড়িতে অনেক জন সদস্য তারপর দাদুদের বিবাহিত মেয়েদের ও তাদের ছেলে মেয়েদের পুজোর সময় উপস্থিতি বাড়ি একেবারে জমজমাট ।কোনোদিনই তাদের কে বাবার খুড়তুতো ভাই বোন ও তাদের ছেলে মেয়ে এটা ভাবতে শিখিনি।জানতাম বড়ভাই দাদু তারপর মেজদাদু-মেজমা(যদিও মেজদাদু আমার এই পৃথিবী দেখার আগেই না ফেরার দেশে চলে যান)সেজদাদু-চাঁপা,ন দাদু-ন মা,ছোড় দাদু-বউ। আর তাদের ছেলে মেয়েরা আমারই পিসি ও কাকা কুল।আর তাদের ছেলে মেয়েরা কেউ আমার দাদা দিদি ও ভাইবোনের দল।আমার ছোটবেলায় ঠাকুমাকে অন্য সকলের দেখা দেখি মা বলে ডাকতাম আর নিজের মা কে প্রথমে সোনামা ও পরে অপভ্রংশ হয়ে সন্টি বলতাম।তখন পুজো মানেই দিন গোনা ও সকলে মিলে একটা আলাদা আনন্দ সাগরে ভেসে চলা।সব শেষে আসত বিজয়া।আমার মা -বাপী দুজনেই ভীষণ রকম সুন্দরী ও সুপুরুষ।বিজয়ার সময় আমার ঠাকুমারা, মা, বিবাহিত পিসিরা সবাই মেতে উঠত সিদুঁর খেলায়।প্রতিটি মুখ কি ভীষণ রকম উজ্জল রঙিন।আমার মা এর মাঝে তখন আমি মা দুর্গার মুখের এক সাদৃশ্য ভীষণ করে খুজেঁ পেতাম।গঙ্গায় বিসর্জন দেখে বাড়ি ফিরে ঠাকুরকে প্রণাম করে শ্রীশ্রী দুর্গা মাতা সহায় লিখে শুরু হত সকলকে প্রণাম এর পালা।
মাঝে বয়ে গেছে বেশ কিছু দিন একে একে সকল দাদু -ঠাকুমার দল চলে গেছেন না ফেরার দেশে।এমন কি বাপী ও আজ সুদীর্ঘ কাল ছেড়ে চলে গেছে দাদু -ঠাকুমা দের কাছে।সেদিনের সেই সিদুঁর মাখা উজ্জ্বল দেবীর মত আমার মা, আজ সম্পুর্ন সাদা।এক একটা বছর যায় আর হারিয়ে যায় আমার প্রণাম জানাবার মত পায়ের সংখ্যা।আগের বছর হারিয়ে গেলেন সেজ পিসেমশাই।এবছর মহাব্যাধি র গর্ভে লীন হয়ে গেল ফুলপিসী।ধীরে ধীরে চারপাশের ছোট বেলার মানুষ গুলি হারিয়ে ক্রমশএকা হয়ে চলেছি।ভীষণ রকম এক ব্যথায় ব্যথিত হতে হতে এগিয়ে চলেছি জীবনের পথে।এখন বুক ভরা শূন্যতা নিয়ে শুধুমাত্র পথ চলা।সেই সাথে বিসর্জনের পর নিভে যাওয়া দীপের অন্ধকারে,একরাশ বিষন্নতায় হারিয়ে যেতে যেতে সেই ছোট বেলাকে খুজঁতে থাকি।