আলো ক্রমশ হারাচ্ছে উচ্ছ্বলতার আভা,
চারিদিকে কেবলই নিবিড় আঁধারের প্রতিপ্রভা!
মিথ্যাচারের কারসাজি ওই ব্যাপারীর পাঠশালা,
ধর্ম আজ হয়েছে পণ্য --- দূর্নীতির কর্মশালা!
হাসিতে আজ শঠতার বাণ, হাতের রাখি হাতকড়া,
শাসনের নামে ঝুলছে ভন্ড বেসাতির খাঁড়া!
স্বাধীনতা হারিয়েছে রং বিষাক্ত বসন্তের বিকেলে,
মনে মনে বিদ্বেষ প্রচারিত প্রসারিত দলে দলে।
ঘর আজ হারিয়েছে দিশা --- পরিবার সংজ্ঞাহীন,
বন্ধুত্ব হয়েছে ফিকে --- প্রত্যয় পরাধীন!
নিপিড়ীত অনুভূতি, দূষিত মন, সংকটে আগামীর চিন্তা,
সৃষ্টি হারিয়েছে তার পথ, বিজ্ঞান দুঃখ ভারাক্রান্তা !
শান্তি বলতে কেবলই কি মায়া নাকি মরিচীকা ---
মানবজাতি ধুঁকছে ভয়ে --- একি বিভিষীকা!
সমাজ ক্রমশ সবুজ থেকে হচ্ছে ধূসর,
মানবিকতার ধ্বজা তুলবে উঁচায় --- নেইকো অবসর।
আত্মা আজ ক্লিষ্ট ক্ষুধায় --- বিবেকের দংশনে,
সম্পর্ক হচ্ছে পঙ্গু সম্প্রীতির অনটনে!
লালে লালে কত ভয় --- কত যে সর্বনাশা!
জানিনা কবে যে নতুন সূর্য আনবে উত্তমাশা!