Source: Fajrul Falah from Pixabay 

--- ঘন দূর্যোগ, তুমি সমস্যা,এক মহা চ্যালেঞ্জ !
লোকেরা ভেবেছিল মনে তোমার নাম ---
খুঙ্খার জন্তুরূপে বিশাল অক্ষরে
তুমি ভয়াবহ , নৃশংস,এক বিভীষিকা !

জাহানের বুকে জ্বলে তব হিংস্র শিখা,
হরণ , বিষ্ফোরণ,ডাকাতি,খুনি কাজেতে লিপ্ত তুমি,
গোটা বিশ্বে অন্যায়ে, অনাচারে, জিহাদে জিইয়ে আছ তুমি;
বৎসেরা তোমার নামেতে সন্ত্রাসবাদী;
ধর্মের নামে ওরা নিতান্তই দাঙ্গা বাদী!

পৃথিবী জুড়ে বিকট দেহ,করেছ বিস্তার লাভ
তবে আর নয়---
আর নয়--- 
এসেছে নেমে কলির বর্তমান
--- রুদ্রদীপ্ত মূর্তিমান!
আম জনতা হচ্ছে সজাগ
উন্নয়নের দৃষ্টিতে আজ ফুঁসছে প্রতিবাদ---
যুবককের ওই সবল সপাট বুদ্ধি বলে
সন্ত্রাস নিশ্চিত তোমার পরাজয় বিশ্বমাতার পদতলে।
এখনো সময় আছে শরণ নাও---
নইলে নাই যে পরিত্রাণ
সন্ত্রাস তুমি সাবধান!
সন্ত্রাস তুমি সাবধান!

.    .    .

Discus