Image by Peter H from Pixabay 

রাত কেটে গেছে!
ক্লান্ত ভোরের একবিন্দু আলো
আমাকে ঝলসে দিল আজ!
আমার শরীরে হিংস্রতার ভিড়!
সেই হিংস্রতার বর্বরতা আমাকে
বারবার ধ্বংস করতে চেয়েছে!
আমি বাঁচতে চেয়েছি!
আমার চোখের সামনে মারা গেল
একরাশ স্বপ্নের এক উপাখ্যান!
তাদের কবরে মাটি দেয়নি কেউ!
কেবল দূর হতে কয়েকটা থুথুর দলা
বারবার ওদের দিকে ছুঁড়ে দিয়েছে!
রাতে ওরা এসেছিল বিচার চাইতে!
এক অদৃশ্য আদালত ওদের
বিচারকে নস্যাৎ করে দিয়েছে!
আমি কথা দিয়েছি,
আমি ওদের বিচার দেব!
আমার হিংস্রতার কয়েকটা হৃৎপিন্ড
তাই অজান্তেই ফুটে উঠছে কলমে!
হয়ত বিচারের দাবি!
আমি বিচার দেওয়ার কেউ নই,
তবু বারবার বাঁচাতে চেয়েছি
আমার সাহিত্য দিয়ে!
আমার ঠোঁটে লেগে আছে কাব্য,
কাব্যের বুকে জমে থাকা একরাশ অভিমান,
যে অভিমান বারবার তাকেই করছে জীবন্ত!
কাব্য কথা দিয়েছে,
ওরা বিচার পাবে!
কি জানি?
হয়ত কাব্যের কাছেও নালিশ করেছে ওরা

.    .    .

Discus