Photo by Marivi Pazos on Unsplash

মনে অনেক অভিমান জমা আছে,
কে শুনবে,কার দায়?
ঠিক কতটা অভিমান করলে মানুষ র্নিবাক শ্রোতা হয়?
উত্তর জানা নেই কারোর - রাখে না খবর কেউ কারোর ;
এতো কিসের বেদনা,যেখানে মনের শত কথা ও চাপা পড়ে যায়;
কান্না লুকিয়ে, হাসি মুখে থাকে সর্বক্ষন,
সব অভিযোগ যেমন অভিমান নয়,
আবার সব অভিমান সকলে বোঝে না।
চলো সব অভিমান ভুলে আবার হবো এক,
এক নতুন অধ্যায় হবে রচিত,
থাকবে অটুট সম্পর্কের বুনিয়াদ।

.    .    .

Discus