Image by Rudy and Peter Skitterians from Pixabay 

আমাকে নিয়ে কত স্বপ্ন দেখে,
আমার প্রিয়জনেরা।
স্বপ্ন মাঝে হারিয়ে খুজিঁ,
পথ যে আমার অজানা।
বাবার শখ হবো ডাক্তার,
মা বলে মেয়ে আমার হবে মাষ্টার,
দাদামশাই এর ইচ্ছে ছিল
দেশের কাজ করব আর অনাথ আশ্রম এর হবো জননী,
ঠাকুমা-দিদার শখ অল্প বয়সে বিয়ে করে হবো ভালো ঘরনী।
ঠাকুরদা চান নাতনি হবে
উকিল - ব‍্যারিষ্টার,
পিসি বলে ভাইঝি আমার হবে ডান্সার।
নিজের স্বপ্ন হলো না আর কাউকে বলা,এখন শুধু করি পড়া পড়া খেলা।
এই ভাবে রাত কেটে যায়
সকাল হয় রোজ,
কোন পথে পাই আলোর - দিশা
করছি তারই খোঁজ।

.    .    .

Discus