Picture by : pixabay

একবারই চলে যাবো এ-ধরনী ছেড়ে
তখন সবাই কবে প্রশংসা-বাণী
কত না সঙ্গী রবে শেষযাত্রায়
শিয়রে ধূপের ধোঁয়া, গলে মালাখানি...!

কতবার আঘাতে যে হয়ে গেছি শেষ –
খবরও রাখোনি কেউ, যারা দিলে ক্ষত !
দাহ দেখে দু'নয়ন অশ্রুসজল....
মনকে আঘাত করে কাঁদোনি তো এত ?

জীবনের প্রতি পদে দিয়েছো দহন !
কতবার মরেছি যে, হিসেব রাখোনি....
মৃত মন বয়ে চলে জীবন্ত দেহ—
সে-মনের দিকে তবু ফিরেও দেখোনি !! 

মুখোশেতে আজও ঢাকা তোমাদের মুখ…!!
হে কপট, সরে যাও.... ছেড়ে দাও পথ...।
সমুখে অনাদিজ্যোতি, শান্তি-সোপান…
তারই পানে ধায় মোর এ-জীবন রথ...।

.    .    .

Discus