Picture Courtesy : Pixabay

ছেলে বলল, "আমার সঙ্গে খেলবে কাটাকুটি ?"
শুধোই, "কেন, হোমওয়ার্ক নেই ? কাল ইস্কুল ছুটি ?"
ছেলে বলল, "স্কুল-কে কেন ইস্কুল বলো মা?
কতবার যে শুধরে দিলাম.... মনে কি থাকে না ?!"
আমি বললাম, "ঘাট হয়েছে, মাপ করে দে বাপ!
দেখছিস না, মাথায় আমার কত্ত কাজের চাপ..!!"
এই না বলে একটা খাতা নিলাম টেনে হাতে।
আগেই ছেলে কাটাকুটির ছক টেনেছে তাতে!
দু'জন মিলেই খাতার আগে মাথায় সাজাই চাল....
ভাবি, বুদ্ধি করে বিছিয়ে আগে…. গুটিয়ে নেবো জাল!
প্রথম দানে রৌদ্র দিয়ে মেঘকে দিলাম কেটে ;
অমনি ছেলে দুঃখ কাটে সুখের পথে হেঁটে।
জ্যোৎস্না দিয়ে আঁধার কাটি, কান্না কাটি হেসে—
বীরের মতো জীবন কাটাই জীবন ভালোবেসে।
সকাল থেকে ব্যস্ত সময় কাটে হাজার কাজে....
দিনের শেষে ক্লান্তি কাটে আপন জনের মাঝে।
এমনিভাবেই মন্দ-ভালোয় কাটাকুটি খেলে
প্রতিটি ক্ষণ যাচ্ছে কেটে নেহাত অবহেলে...।
খেলার শেষে ড্র হয়েছে, কি আর করা যায়!
আসল খেলা হার-জিতে নয়, সাম্যেই শেষ হয়।

.     .     .

Discus