Image by Unsplash
দূরদেশ ঘুরি আসি তারপরে,
পৌছাইতে পারিনি মম ঘরে,
ক্লান্তি ঘেরি সারা দেহ
তৃষ্ণায় শুকায় কন্ঠ;
শুধু চাইছিল একটু জল।
হঠাৎ দেখি এক আলোর ঝলক,
টিমটিম প্রদীপের আলোক;
আনন্দে উৎফুল্ল হল মন,
বুঝি এইবার মিলিবে দিশা,
মিটিবে মম মরুভূমিসম তৃষা।
অন্তহীন আনন্দে ছুটি গেনু সেইখণে
হারাইনু সকল ক্লান্তি দিশার সন্ধানে
মিলিল দিশা, মিটিল মম তৃষা,
সেই স্নেহময়ী স্পর্শে,
যার দ্বারে আসি পাইয়াছি
পরম শান্তির আশ্বাস।
সূর্যের আলোকে নিদ্রাভঙ্গ হল যবে
উঠি দেখি কোথা কুটির!
একি স্বপ্ন তবে?