Image by Alem Coksa from Pixabay 

মানতে চাইনা আমি এই কঠিন , অনড় সত্য ,
অনুভব তো আর করতে পারছিনা শরীরে বয়ে যাওয়া গরম রক্ত ,
তাই আঁখি মেলে দেখি আকাশের নীল দিগন্ত ,
উড়ে যাচ্ছে সেখানে কত পাখি , উদাসীন ভাবে , তাদের নেই কোনো শেষ - নেই অন্ত।
"আমিও তো পাখি হতে পারতাম" , বলে বসি যুক্তিহীন এই কথা ,
বুঝতে পারছি কথা যাচ্ছে আটকে , বেড়ে উঠছে ক্রমাগত শারীরিক এই ব্যথা।
তাও দু চোখ ভোরে চেষ্টা করছি ধরে রাখতে আকাশের এই প্রতিচ্ছবি ,
চোখের পলক আসছে বন্ধ হয়ে , ভাবনা শক্তি হারিয়ে ফেলছে নিজের গতি।
"আবারও যেন এখানেই জন্ম হয় , হে ইশ্বর" , বলে চিরনিদ্রার জগতে প্রস্থান করি।
নিশ্চয়ই বলেছেন তিনি "তথাস্তু" , এই ভেবে আজও অপেক্ষা করি।

.    .    .

Discus